চল্লিশে স্বাধীনতা

36
12

কবিতা/ফায়েক বিশ্বাস

স্বাধীনতা! আমার স্বাধীনতা-পরাধীনতার শেকল থেকে পাওয়া
আমার স্বাধীনতা।
একুশ থেকে একাত্তুর, এক এক করে বহু পথ পেরিয়ে চল্লিশে স্বাধীনতা-
যেতে হবে ভেবে কোন পথ থেকে
এ কোন পথে!

এখনও ধ্বংস, হোলি খেলা, ভাঙ্গনের ঢেউ এসে ভেড়ে, মানুষ মানুষকে তাড়া করে ফেরে-
রমনার বটমূলে গ্রেনেডের উল্কা ছুটে
আসে, পিচ ঢালা রাজপথে বুলেট গুলি ছোড়ে, এখনও রহিমুদ্দি-করিমুদ্দি হা-ভাতে
স্বাক্ষী গোপাল ইয়াসমিনের মা বিচারহীন স্বাধীন দেশে!

এখনও তোর ছেলে মা অন্ধকার গলির পথে হাঁটে
এখনও বাংলার আকাশে বাতাসে
শকুনেরা কেন উড়ে!
হাসপাতালের করিডোর জুড়ে
হিংসার আগুনে ঝলসানো দেহ
মানুষরূপী হায়েনা ওরা স্ব-দলে বলে।

তবে কি ভুলে যাচ্ছি মুক্তিযুদ্ধ?
একুশ শতকে এসে নয় মাস রক্তাক্ত
ইতিহাস, হাতে রাখা হাত-
কাঁধে তুলে নেয়া রাইফেল রুটি বেয়োনেট!
মনে পড়ে সাত মার্চের ভাষণ
অত্যাচারী হানাদার শোষণ
মনে পড়ে গ্রাম
মনে পড়ে শস্য সুফলা মাঠ
শীতল দিঘির জলে ভাসত পাতি হাঁস
চল্লিশ বছর পর আজও স্বাধীন বাংলায় পরাজিত শক্তির হাত।