ডেস্ক রিপোর্ট
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর নগরীতে শনিবার রাতে চারতলা বিশিষ্ট একটি হোটেল ধসে ১০ নিহত হয়েছে, এবং আহত হয়েছে আরো দুই জন। শনিবার রাত সোয়া ৯টার পর শহরটির জনবহুল সরবাতি বাস স্ট্যান্ডের নিকটবর্তী ওই ভবনটি ধসে পড়ে। আহতদের ইন্দোরের সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুরনো ও জীর্ণ ওই ভবনটিতে আবাসিক হোটেল ও লজ ছিল। ভবনটির ধ্বংসস্তূপের নিচে দুই থেকে পাঁচ জন আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা।
স্থানীয়রা জানিয়েছেন, ৫০ বছরেরও বেশি পুরনো ভগ্নদশার এই ভবনটির উপরের তিনটি তলায় এমএস নামের একটি হোটেল চালু ছিল। হতাহতদের বেশিরভাগই ওই হোটেলটির কর্মী ও অতিথি। ভারী একটি গাড়ি ধাক্কা দেওয়ার পর ভবনটি ধসে পড়ে, প্রাথমিক তদন্তে এমন ধারণা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
Pic: EPA