স্টাফ রিপোর্টার
ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) নড়াইল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস্ পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। এনপিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনডিএফর সদস্য সচিব ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি একেএম মহিউদ্দিন আহম্মেদ বাবলু, এনপিপির প্রেসিডিয়াম সদস্য বাবুল সরদার চাখারী, শেখ আবুল কালাম, ন্যাশনাল আওয়ামী লীগ-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান কাজী ছাবের আহমেদ ছাব্বির, এনপিপির ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বাচ্চু, সিনিয়র যুগ্মমহাসচিব জাহিদুর রহমান, যুগ্ম মহাসচিব এসএম আলমগীর, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ সিরাজী, সহ-দপ্তর সম্পাদক এসএম আল আমিন, কেন্দ্রীয় সদস্য মুনসুরুল হক, নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের মোল্যা, ন্যাশনাল পিপলস্ স্বেচ্ছাসেবক পার্টির জেলা আহবায়ক আশিকুর রহমান মিরাজ, মোঃ আনোয়ার হোসেন খান, নূর ইসলাম প্রমুখ।
এসময় কেন্দ্রীয় ও জেলার বিপুল সংখ্যক নেতা-কর্মি উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তরা বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ফাঁকা মাঠে গোল দিয়ে দেয়া হবে না, কেউ নির্বাচনে না আসলেও এনপিপি নির্বাচনে যাবে এবং ৩০০ আসনেই প্রার্থী দেবে।