স্টাফ রিপোর্টার
অসহায় কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত উর্মিকে সহযোগিতা করা হয়েছে। রোববার (৮ এপ্রিল) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে উর্মিদের (১০) বাড়িতে গিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। উর্মি কালিয়ার রঘুনাথপুর গ্রামের রাজিব শেখের মেয়ে। অসহায় কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৌদি প্রবাসী সৈয়দ ফারুক আশীকের পক্ষ থেকে এ টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোরশেদ, ফাউন্ডেশনের সদস্য মাকসুদুর রহমান।
আয়োজকরা জানান, সৈয়দ ফারুক আশীকের আন্তরিক প্রচেষ্টায় নড়াইলে প্রতিষ্ঠিত হয়েছে ‘অসহায় কল্যাণ ফাউন্ডেশন’। উর্মিকে সাহায্য প্রদানের মধ্যে দিয়ে এ ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। উর্মি ২০১৭ সালের সেপ্টেম্বরে নড়াইল শহরের ভাড়াবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। এ সময় তৃতীয় শ্রেণিতে পড়ত উর্মি। আহত উর্মির পড়ালেখা আপতত বন্ধ রয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে আহত উর্মির বাম হাত ও ডান পা কেটে ফেলতে হয়েছে। আরেকটি পা-ও পুড়ে গেছে। উর্মির বাবা চা-বিক্রেতা রাজিব শেখ বলেন, উর্মিকে ভালো চিকিৎসার জন্য ভারতে পাঠাতে হবে। আমার মেয়ের চিকিৎসার জন্য প্রবাসী সৈয়দ ফারুক আশীক এগিয়ে আসায় তার প্রতি আমি কতৃজ্ঞ। এখন উর্মির কৃত্রিম পা ও হাত স্থাপন করতে হবে।