কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হামলায় আহত জাবি’র শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী

19
11

ডেস্ক/এমএসএ

সোমবার (৯ এপ্রিল) সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ঢাকার ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধে অংশগ্রহণকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকুরিপ্রার্থীদের ছত্রভঙ্গ করতে হামলা চালায় পুলিশ। এসময় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হন।

সূত্রে জানা যায়, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ (বাংলাদেশ জেনারেল স্টুডেন্টস রাইট প্রোটেকশন কাউন্সিল) এর ব্যানার অধীন ২০০০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে প্রায় ৯ টায় একটি মিছিল বের করে এবং ঢাকার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। আক্রমণ-পাল্টা আক্রমণে জাবি’র শিক্ষার্থীরা আহত হন। এসময় চিকিৎসার জন্য তাদেরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।