বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপের পরিকল্পনা নেই: প্রধানমন্ত্রী

322
13

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের কোন পরিকল্পনা সরকারের নেই। আজ (মঙ্গলবার) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

একনেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মুস্তফা কামাল বলেন, এ বিষয়টি সুস্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেছেন যে, শিক্ষা খাতের আরো বিকাশ ও জোরদারের এ ধরনের (বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ভ্যাট আরোপ) পদক্ষেপের কোন প্রয়োজন নেই। এ ধরণের কোন পদক্ষেপ নেয়া হবে না।

তিনি আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপে পদক্ষেপ নেয়ার ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মন্তব্যের প্রেক্ষিতে একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রী একথা বলেন। এরআগে, সভায় উঠে আসে সোমবার দেওয়া অর্থমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গও। কিন্তু এটি তাঁর নিজস্ব বক্তব্য উল্লেখ করে সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।