ডেস্ক/এমএসএ
বুধবার (১১ এপ্রিল) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছে একটি সামরিক বিমান দুর্ঘটনায় কমপক্ষে ২৫৭ জন নিহত হয়েছেন, জানিয়েছে রাষ্ট্রটির গণমাধ্যম। বিমানটি আলজিয়ার্স ও বিল্ডা শহরের মধ্যে বউফারিক এয়ার বেসের কাছে এসে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ১০ জন বিমানের ক্রু ছিলেন। দুর্ঘটনায় কেউ বেঁচে আছে কিনা তা এখনো পরিষ্কার না।
এখনো দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী জানা যায়, বিমান দুর্ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর বুফারিক সামরিক বেসের কাছাকাছি এলাকায় জরুরী সেবা জোরদার করা হয়েছে; এছাড়া উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে একদল দমকলকর্মী। রয়টার্স সূত্রে জানা যায়, বিমানটি আলজেরিয়ার সীমান্তের একটি এলাকা তিনদৌফের দিকে অগ্রসর হচ্ছিল, পরে বউফারিক এয়ার বেসের কাছে এসে বিধ্বস্ত হয়।