স্টাফ রিপোর্টার
স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে উদ্দেশ্যমূলক বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইলের আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মামলার জামিন শুনানি আগামী ৮ মে নির্ধারণ করেছেন বিজ্ঞ বিচারক। সোমবার (১৬ এপ্রিল) বেগম খালেদা জিয়ার পক্ষে বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী এম মাসুম আহম্মেদ তালুকদার জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মোঃ জাহিদুল আজাদ এ আদেশ দেন।
২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল জেলার কালিয়া উপজেলার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ৫০০/৫০১/৫০২ ধারায় বেগম খালেদা জিয়ার নামে মামলাটি দায়ের করেন। ২০১৬ সালের ২৩ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু আদালতে হাজিরা না হওয়ায় মামলা ধার্যদিনে বিজ্ঞ বিচারক গ্রেফতারী পরোয়ানা জারী করেন।