আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী ও তালেবানের সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত

308
12

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীতে মুকার জেলায় নিরাপত্তা বাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত ও ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক পুলিশ প্রধান মোহম্মদ জামান খোস্তি একথা জানিয়েছেন।

খোস্তি আরো জানান, সোমবার সন্ধ্যায় মুকার জেলার আলি খিল এলাকায় পুলিশের একটি টহল দলের ওপর তালেবান জঙ্গিদের অতর্কিতে হামলা চালালে উভয়পক্ষে মধ্যে এ সংঘর্ষ ঘটে। কয়েকঘন্টা বন্দুকযুদ্ধের পর জঙ্গিরা পালিয়ে যায়। ঘটনাস্থলে ১৬ জন জঙ্গিল লাশ পাওয়া গেছে। এই ঘটনা সম্পর্কে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।