কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য পৌঁছেছেন প্রধানমন্ত্রী

129
10

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগ দিতে ছয় দিনের সরকারি সফরে আজ ভোরে যুক্তরাজ্য পৌঁছেছেন। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী সৌদি সরকারের একটি বিশেষ বিমান স্থানীয় সময় রাত ১২ টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৫টা ৪০ মিনিট) লুটোন বিমানবন্দরে অবতরণ করে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র প্রতিনিধি নেইল হল্যান্ড ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বর্নাঢ্য মোটর শোভাযাত্রা করে ক্লারিজে’স হোটেল লিমিটেড লন্ডনে নিয়ে যাওয়া হয়। যুক্তরাজ্যে অবস্থানকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

শেখ হাসিনা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠিত ‘গাল্ফ শিল্ড-১’ নামের একটি যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেন। প্রধানমন্ত্রী তার ছয়দিনের যুক্তরাজ্য সফরকালে কমনওয়েলথ সরকার প্রধানদের সঙ্গে বৈঠক (সিএইচওজিএম) এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন। এ বছর সিএইচওজিএম-এর প্রতিপাদ্য হচ্ছে ‘একটি অভিন্ন ভবিষ্যতের দিকে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ এপ্রিল দেশে ফিরবেন।