নিউজ ডেস্ক
১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করতে পারবে ভারতীয় আদালত। রবিবার (২২ এপ্রিল) এই জরুরি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শনিবার এই জরুরি নির্বাহী আদেশ অনুমোদন করে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা।
রাষ্ট্রপতির অনুমোদনের সাথে সাথেই ভারতীয় দণ্ডবিধিতে (ইন্ডিয়ান পেনাল কোড) যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা আইন সংশোধিত আকারে পাশ হলো।
ধর্ষণের মামলার বিচারের জন্য নতুন করে দ্রুত বিচার আদালত স্থাপন করা হবে। আদেশে উল্লেখ করা হয়-
১২ বছরের কম বয়সীদের ধর্ষকদের শাস্তি হবে মৃত্যুদণ্ড,
১৬ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণের ক্ষেত্রে ধর্ষকদের সর্বনিম্ন শাস্তি ২০ বছর কারাদণ্ডের বিধান করা হয়েছে।
ধর্ষণের ন্যূনতম শাস্তি ১০ বছরের কারাদণ্ড অথবা যাবজ্জীবন করা হয়েছে।
এছাড়া আইনে উল্লেখ করা হয়, ধর্ষণের মামলা বিচারের জন্যও দ্রুত তদন্ত সম্পন্ন করতে হবে। ধর্ষণের সব মামলার ক্ষেত্রে তদন্ত দুই মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে।
নতুন আইনে ধর্ষণের আপীল নিষ্পত্তির সময়সীমা ছয়মাস নির্ধারিত করা হয়েছে। ১৬ বছরের কম বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির অগ্রিম জামিনের কোন ব্যবস্থা থাকবে না আইনে নির্ধারিত হয়। (সূত্র: বাসস)