ডেস্ক রিপোর্ট
চীনে দক্ষিণাঞ্চলিয় গুয়াংডং প্রদেশে কারাওকে বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। প্রাথমিক তদন্তে এটিকে অগ্নিসংযোগের ঘটনা বলে ধারণা করা হচ্ছে বলে দেশটির পুলিশ একথা জানিয়েছে।
এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নাশকতা বলে বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনার সন্দেহভাজন হিসেবে লিউ চুনলু নামের ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮ জন নিহত হয়। ২০১৭ সালের শেষের দিকে বেইজিংয়ে দু’টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৮ জনের বেশি মানুষ নিহত হয়।
Pic: BBC