ডেস্ক রিপোর্ট
ইন্দোনেশিয়ার অচেহ প্রদেশের একটি অবৈধ তেলকূপে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু ও আরো অনেকে আহত হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। স্থানীয় সময় রাত দেড়টার দিকে একটি তেলকূপে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত তিনটি বাড়ি পুড়ে যায়। সকালেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পূর্ব আচেহ জেলায় আড়াইশ মিটার গভীর একটি কূপ থেকে তেল উপচে পড়ার পর স্থানীয় বাসিন্দারা তেল সংগ্রহ করতে জড়ো হয়েছিল, তখনই আগুনের সূত্রপাত হয়।
অচেহ’র রান্তো পেউরেউলাক উপজেলা প্রধান সাইফুল বলেন, ‘সেখানে আগুন জ্বলছে। এখনো পুরোপুরিভাবে আগুন নেভানো যায়নি।
Pic: AFP