ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরব দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, তেহরান কখনো বলপ্রয়োগের মুখে বশ্যতা স্বীকার করবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
খামেনি বলেন, “ইরান আমেরিকা ও অন্যান্য উদ্ধত বিশ্বশক্তিগুলোর বলপ্রয়োগের চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে এবং তা করে যাবে। সব মুসলিম দেশকে আমেরিকা এবং অন্যান্য শত্রুদের বিরুদ্ধে একজোট হওয়া উচিত।”
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো এক সপ্তাহও টিকবে না-ট্রাম্পের এই কথার সমালোচনা করে খামেনি বলেন, এ ধরনের মন্তব্য মুসলিমদের জন্য অবমাননাকর। আমাদের অঞ্চলে মুসলিম দেশগুলোর মধ্যে যুদ্ধ চলছে, এটি দুঃখজনক। কিছু কিছু অনগ্রসর মুসলিম দেশের সরকার অন্যান্য দেশের সঙ্গে লড়াইয়ে লিপ্ত।
ইরান এবং সৌদি আরব পারষ্পরিক দ্বন্দ্বে লিপ্ত। ইরাক থেকে সিরিয়া এবং লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য তারা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।
Pic: REUTERS