সুইজারল্যান্ডে রণভীর সিং এর নামে ট্রেনের নামকরণ

5
26

ডেস্ক/বিনোদন

রণভীর ভক্তরা জেনে থাকবেন যে তিনি সুইজারল্যান্ডের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যদিও তার নাম অনেক ব্র্যান্ডের সাথে যুক্ত, সম্প্রতি সুইজারল্যান্ড তাকে দিয়েছে এক বিশেষ সম্মাননা। রণভীর সিং এর নামে দেশের একটি ট্রেনের নামকরণ করা হয়েছে। ট্রেনটির নাম রাখা হয়েছে রণভীর অন ট্যুর।

রণভীরের জনপ্রিয়তা বিবেচনা করে সুইস পর্যটন এ সিদ্ধান্ত নেয়। এপর্যন্ত রণভীরই একমাত্র তরুণ বলিউড স্টার যার নামে সুইজারল্যান্ডে একটি ট্রেন চালু হতে যাচ্ছে। সুইজারল্যান্ডে রণভীর সিংয়ের রয়েছে বিশাল সংখ্যক ফ্যান গোষ্ঠী। এছাড়া তিনি সুইস পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার সাফল্যের গল্প উদযাপন করতে এই উদ্যোগ নিয়েছে সুইস পর্যটন।

সুইজারল্যান্ড পর্যটন এবং সুইস ট্র্যাভেল সিস্টেম ‘রণবীর অন ট্যুর’ ট্রেনটি চালু করেছে। ৩০ এপ্রিল ট্রেনের উদ্বোধন করবেন রণভীর নিজেই। ২০১৭ সালের “পদ্মাবত” এর সাফল্যের পর রণভীরের সামনে রয়েছে “সিম্বা” ও “গালি বয়”। একের পর এক সফল ছবি, নিজ অভিনয় গুণ ও স্টাইল দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই বলিউড সুপারস্টার। সূত্র: বলিউড হাঙ্গামা