কামারখন্দে বজ্রপাতে কৃষকের মৃত্যু

135
12

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে কাদের হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়নের পুস্তককুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাদের ওই গ্রামের মৃত আহের মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে কাদের ধান কাটতে মাঠে যান। এক পর্যায়ে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘাষণা করেন। কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানসিলা বিষয়টি নিশ্চিত করেছেন।