স্টাফ রিপোর্টার
নড়াইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি এমদাদুল হক চৌধুরী। উদ্বোধনী খেলায় নড়াইল জেলা ফুটবল দল ৪-১ গোলে আবাহনী ক্রিড়া চক্র গোপালগঞ্জকে পরাজিত করে। নড়াইলের ১১ নং খেলোয়ার আওরঙ্গ শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সাধারন সম্পাদক মোঃ হাসানুজ্জামান,জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আইয়ুব খান বুলু, জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রওশন আরা কবীর লিলি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাবেয়া ইউসুফ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও শিবশংকর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ লাঠিয়াল দলের অংশগ্রহণে লাঠি খেলা পরিবেশিত হয়।
এ টুর্নামেন্টে ভারতের মোহামেডান স্পোটিং ক্লাব, ঢাকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েসন, খুলনা; আবাহনী ক্রীড়াচক্র, গোপালগঞ্জ; ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, সেন্ট মেরী স্পোটিং ক্লাব, সাতক্ষিরা; মাগুরা জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন, ঝিনাইদাহ; চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশেন ও যশোর জেলা ক্রীড়া সংস্থাসহ ১২টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।