স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ির বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ঘর চাপা পড়ে দুজন আহত হয়েছে।
বিভিন্ন সূত্রে জানাগেছে, সোমবার দুপুরে লোহাগড়া উপজেলার নলদী, লাহুড়িয়া ও নোয়াগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকার ওপর দিকে ঝড় বয়ে যায়। মাত্র এক মিনিটের ঝড়ে ব্রাহ্মণডাঙ্গা, চরব্রাহ্মণডাঙ্গা সহ পার্শ্ববর্তী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
ঝড়ে ঘর চাপা পড়ে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের জামাল মোল্যা ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঝড়ের সাথে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
ছবি: প্রতীকী