শাহজাদপুরে চিকিৎসা কেন্দ্রে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

1642
49

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে অবস্থিত জেজে কল্যাণ ট্রাস্টে শনিবার (২৮ এপ্রিল) বিকেল ৩ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেজে কল্যাণ ট্রাস্টের ম্যানেজার আজিজুল হক দিপন জানিয়েছেন।

তিনি জানান, জেজে কল্যাণের চিকিৎসক ডাঃ আলাউদ্দিন রোগী দেখা শেষ করে মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি দিয়ে নামাজ পড়তে গেলে গ্যাসের চুলা থেকে আগুন লেগে তার পুরো চেম্বর ও রোগীর ওয়েটিং কক্ষ পুড়ে যায়। এ সময় জেজে কল্যাণ ট্রাস্টের লোকজন প্রাথমিকভাবে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ছুটে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে ফিজিও থেরাপির যন্ত্রাংশ, অপারেশ থিয়েটার ও যন্ত্রাংশ, ওষুধ সহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। শাহজাদপুর ফায়ার সার্ভিসের লিডার আবু হানিফ জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।