নিউজ ডেস্ক
বুধবার রাতে উত্তর লন্ডনে এক উৎসব চলাকালে এক বিস্ফোরণে প্রায় ৩০ জন আহত হয়েছে। ইহুদিদের বার্ষিক উৎসব ল্যাগ ব’ওমার চলাকালে অনেক মোবাইল ফোন আগুনে ছুড়ে মারলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এ উৎসব উপলক্ষে স্টামফোর্ড হিলে শত শত মানুষ সমবেত হয়। সেখানে এ বিস্ফোরণে প্রায় ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন আগুনে পুড়ে গেছে ও ২০ জন ছত্রভঙ্গে আহত হয়।