পাকিস্তানে কয়লাখনি ধসে ২৩ জন নিহত

14
13

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে শনিবার দুটি কয়লা খনি ধসে অন্তত ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে মারওয়া এলাকার পীর ইসমাইলের একটি কয়লাখনিতে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এর উদ্ধারকারী ও বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছে ১৬ জন শ্রমিকের লাশ উদ্ধার করেছে। এদিকে কোয়েটার কাছে মারগিত এলাকায় গ্যাস বিস্ফোরণে একটি কয়লা খনি ধসে সাতজন নিহত হয়েছে।

এদিকে, দুই খনিতে আরো ১৫ জন আহত হয়েছে। আহতদের মারগিত হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের কর্মকর্তারা বলেন, আহতদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। অবস্থার অবনতি ঘটায় চার জনকে কোয়েটার সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Pic: EPA