নড়াইলে এসএসসি ২০১৮ পরীক্ষায় সেরা নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়

925
473

স্টাফ রিপোর্টার

চলতি বছরে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় জেলার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে। এ স্কুল থেকে এবার সর্বোচ্চ ৬৫ জন জিপিএ-৫ পেয়েছে। এর পরেই রয়েছে লোহাগড়া উপজেলার লোহাগড়া পাইলট স্কুল। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। এছাড়া নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৪৪ জন, সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপিঠ থেকে ৩৫ জন, কালিয়া উপজেলার চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৪ জন, সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১১ জন, সদর উপজেলার গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ জন, সদর উপজেলার মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ জন, কালিয়া উপজেলার কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ জন এবং সদরের মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছে।

উল্লেখ্য, এবার শহরের স্কুল থেকে উপজেলা এবং গ্রামের স্কুলগুলো থেকে বেশী জিপিএ-৫ পেয়েছে।