নড়াইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমি-ফাইনালে নড়াইল

10
12

স্টাফ রিপোর্টার

নড়াইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২-১ গোলে কুষ্টিয়া ফুটবল এসোসিয়েশনকে হারিয়ে সেমি- ফাইনালে উঠেছে নড়াইল। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২য় রাউন্ডের ৩য় খেলা বুধবার (০৯ মে) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফুটবল উপযোগী পরিবেশে খেলায় উভয় দল আক্রমন পাল্টা করে প্রতিপক্ষে উপর। প্রথম অর্ধে খেলার ১১ মিনিটের সময় কুষ্টিয়ার পক্ষে ৫নং খোলোয়াড় বিপ্লব একটি গোল করে দল এগিয়ে নেয় । প্রথমার্ধ এর অতিরিক্ত সময়ের শেষ মিনিটের সময় নড়াইলের বিদেশী খেলোয়াড় কাস্তো একটি গোল করে খেলায় সমতা আনে। দ্বিতীয় আর্ধের ১০ মিনিটের সময় শরিফুল নড়াইলের পক্ষে ২য় গোল করে । দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় নড়াইল জেলা ফুটবল দল ২-১ গোলে কুষ্টিয়া ফুটবল এসোসিয়েশন কে হারিয়ে সেমি-ফাইনালে উঠলো। খেলায় নড়াইলের বিদেশী খেলোয়াড় বাইজিদ শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। শ্রেষ্ঠ খেলোয়াড়কে পুরস্কার প্রদান করেন নড়াইলের কৃতি সন্তান ডাঃ এম এ ওহাব, এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোঃ হাসানুজ্জামান। খেলা পরিচালনা করেন শামীম আকবর খান, উজ্জল কুমার মুকুল চৌধুরী ও হাফিজুর রহমান সাগর।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে কোলকাতা মোহামেডান স্পোটিং ক্লাব ও ঢাকা ব্রাদার্স ইউনিয়নসহ ১২টি দল অংশ গ্রহণ করছে। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। উল্লেখ্য আগামী ১৫ মে টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় চ্যাম্পিয়ন এক লক্ষ টাকা ও রানার আপ দল পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি পাবে। গত ২৯মে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন। ১০ মে বিকাল তিনটায় ঝিনেদাহ ফুটবল এসোসিয়েশন ও সাতক্ষীরা সেন্ট মেরী স্পোটির্ং ক্লাব মধ্যে অনুষ্ঠিত হবে।