মালয়েশিয়ার নির্বাচনে মাহাথির মুহাম্মদের ঐতিহাসিক জয়

493
14

নিউজ ডেস্ক

বৃহস্পতিবার (১০ মে) নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করেছেন মালয়েশিয়ার প্রবীণ (৯২ ববছর বয়সী) নেতা মাহাথির মুহাম্মদ। এর মধ্য দিয়ে টানা ছয় দশক ধরে ক্ষমতায় থাকা বারিসান ন্যাশনাল জোটের শাসন ক্ষমতার অবসান ঘটল। এএফপি সূত্রে জানা যায়, ১৯৫৭ সালে মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকেই ক্ষমতায় ছিল দলটি।

মাহাথির মুহাম্মদ সুদীর্ঘ ২২ বছর মালয়েশিয়ার ক্ষমতায় ছিলেন। রাজনীতি থেকে অবসরের পর আবার ফিরে এলেন রাজনীতির ময়দানে। প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে রাজনীতিতে ফিরে আসার সসিদ্ধান্ত নেন মাহথির। সাধারণ নির্বাচনে নিজের সাবেক দলের বিরুদ্ধেই লড়ে জয়লাভ করেন তিনি। এর মধ্য দিয়ে মালয়েশিয়ায় বারিসান ন্যাসিওনাল (বিএন) জোটের ৬১ বছরের শাসনের অবসান হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০ টার দিকে রাজধানী কুয়ালালামপুরের রাজ প্রাসাদে ৭ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন মাহথির মুহাম্মদ।

উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে কঠোর হাতে দেশ শাসন করেছেন মাহাথির মোহাম্মদ। ২০০৯ সালে ক্ষমতায় আসেন তারই পছন্দের প্রার্থী নাজিব রাজাক।