স্টাফ রিপোর্টার
নড়াইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে স্বাগতিক নড়াইলকে হারিয়ে ঝিনাইদহ জেলা ফুটবল দল ফাইনালে। ২য় সেমিফাইনালে খেলা রবিবার (১৩ মে) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বৃষ্টি ভেজা মাঠে খেলা শুরু থেকে উভয় দল এক অন্যের উপর আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে। তবে খেলার অধিকাংশ সময় বল নড়াইল জেলা দলের নিয়ন্ত্রনে ছিল। ভাল খেলেও নড়াইল জেলা ফুটবল দল টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।
খেলার প্রথমমার্ধে কোন দলই গোলের মুখ দেখেনি। দ্বিতীয়ার্ধে খেলা শুরু থেকে নড়াইল জেলা দল আক্রমণ করতে থাকে প্রতিপক্ষের উপর। দ্বিতীয় অর্ধের ৩২ মিনিটের সময় ঝিনেদাহের ১১নং খেলোয়াড় ম্যাসি একক চেষ্টায় ঝিনাইদহের জয়ের গোল করে। দ্বিতীয় অর্ধে আর কোন গোল না হওয়ায় ঝিনাইদহ ফুটবল দল ১-০ গোলে নড়াইল জেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনালে উঠেছে।
খেলায় ঝিনাইদহের গোল রক্ষক সোহান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়। শ্রেষ্ঠ খেলোয়াড়কে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোঃ হাসানুজ্জামান প্রমুখ। খেলা পরিচালনা করেন মোস্তফা কামাল, মুকুল চৌধুরী, উজ্জল কুমার বিশ্বাস ও বিজয় কুমার ঘোষ।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে কোলকাতা মোহামেডান স্পোটিং ক্লাব ও ঢাকা ব্রাদার্স ইউনিয়নসহ ১২টি দল অংশ গ্রহণ করছে। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। উল্লেখ্য আগামী ১৫ মে টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় চ্যাম্পিয়ন এক লক্ষ টাকা ও রানার আপ দল পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি পাবে।