ডেস্ক রিপোর্ট
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল সংক্রান্ত নির্দেশনা চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ প্রেরণ করা হয়েছে।
সকালে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে ব্রিফিং কালে তিনি বলেন, এখন পর্যন্ত আমি যতটুকু শুনেছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই কোটা বাতিল সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আলম বলেন, এটি প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিদ্ধান্ত যতসম্ভব দ্রুত আসবে বলে আশা করছি। আমার ধারণা কয়েকদিনের মধ্যেই হবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি বলেন, আজকের মন্ত্রিসভার আজকের বৈঠকে কোটা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়নি।