৮ শিশুসহ ৫৮ ফিলিস্তিনী নিহত

14
14

নিউজ ডেস্ক

ইসরাইলী সৈন্যদের গুলিতে গাজা সীমান্তে ৮ শিশুসহ ৫৮ ফিলিস্তিনী নিহত হয়েছেন। জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস চালু করার প্রতিবাদে ফিলিস্তিনীদের বিক্ষোভের পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আরো ২ হাজার ৪শ’ ফিলিস্তিনী আহত হয়েছেন।

এএফপি সূত্রে জানা যায়, জেরুজালেমের যুক্তরাষ্ট্র এর দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে সোমবার এই সংঘর্ষ ও সহিংসতা ঘটে। জেরুজালেমে দূতাবাসটি উদ্বোধন করে হোয়াইট হাউসের প্রতিনিধিদল ও ইসলাইলের কর্মকর্তারা।

প্রতিবাদের সময় হাজার হাজার ফিলিস্তিনী বিক্ষোভকারী সীমান্তের কাছে গিয়ে ইসরাইলী সৈন্যদের ওপর ইট ও পাথর মারা শুরু করলে সৈন্যরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়।

এদিকে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের নেতা প্রেসিডেন্ট মুহাম্মাদ আব্বাস হত্যাযজ্ঞের অভিযোগ এনেছেন। এই ঘটনাকে ‘মানবাধিকারের ঘৃন্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। হিউম্যান রাইট ওয়াচ একে ‘রক্তদান’ বলে নিন্দা করেছে।

ইসরাইলকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ ও ‘হত্যাযজ্ঞ’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি ইস্তাম্বুলে তিন দিনের শোক ঘোষণা করেছেন।

গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলের গুলিতে নিহত হয়েছে ১০৯ জন ফিলিস্তিনী। এ ঘটনায় ইসরাইলে কেউ হতাহত হয়নি।