ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গত নয় মাসে ১৬ হাজারেরও বেশি শিশু জন্ম নিয়েছে। বুধবার ইউনিসেফের পাওয়া এক প্রতিবেদন অনুযায়ী, রোহিঙ্গা শিবিরগুলোয় গড়ে প্রতিদিন ৬০ জন শিশু জন্ম নিচ্ছে। ফলে গত বছর আগস্ট মাস থেকে এ পর্যন্ত নয় মাসে জন্ম নেয়া শিশুর সংখ্যা ১৬ হাজারে দাঁড়িয়েছে। এর আগে সেভ দ্য চিলড্রেন বলেছিল, এ বছরে রোহিঙ্গা শিবিরে ৪৮ হাজার শিশু জন্ম নেবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা গত এপ্রিলে কক্সবাজারে এসে রোহিঙ্গাদের দুর্দশা নিজেদের চোখেছেন, রোহিঙ্গাদের মুখ থেকে শুনেছেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। বেগবেদার বলেন, রোহিঙ্গা নারীদের ধর্ষণের কারণে কতটি শিশুর জন্ম হয়েছে বা হবে সেই সংখ্যা খুঁজে বের করা অসম্ভব। “নতুন মা হয়েছেন বা হতে যাচ্ছেন- এমন প্রত্যেক নারী এবং তাদের নবজাতক শিশু যাতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পায়, তা নিশ্চিত করা এখন জরুরি।”
ইউনিসেফ বলছে, মিয়ানমারে সেনা বাহিনীর দমন পীড়ন ও হামলার কারণে ছয় লাখ ৯৩ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে।