বান্দরবানে পাহাড় ধসে ৫ শ্রমিকের মৃত্যু

3
8

ডেস্ক রিপোর্ট

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপায় ৫জন শ্রমিক মৃত্যুবরণ করেছেন। এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সুত্র জানিয়েছে। ২০ থেকে ২৫ ফুট নিচে মাটি চাপায় পড়ে থাকা মরদেহগুলো উদ্ধারে কাজ চলছে।

উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী মনজয় পাড়া এলাকার বড়ইতলী গ্রামে জনৈক রুপায়ন বড়ুয়ার একটি মৎস্য খামারের নালা নির্মাণে পাহাড়ের মাটি কাটার সময় আকস্মিভাবে পাহাড়ের একাংশ ধসে পড়ে। ফলে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ৫ শ্রমিক নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ওই এলাকায় শ্রমিকদের দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে মামলা হবে।