নড়াইলে ৯ মাদক ব্যবসায়ীসহ ৩৯জন আটক

0
139

স্টাফ রিপোর্টার

নড়াইলে মাদক বিরোধী অভিযানে ৯ মাদক ব্যবসায়ীসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৪৫ পিস ইয়াবা ও একশ ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, সদর থানা পুলিশ ৩ মাদক ব্যবসায়ীসহ ৮ জন, লোহাগড়া থানা পুলিশ ১৩ জন, কালিয়া থানা পুলিশ ৫ মাদক ব্যবসায়ীসহ ১১ জন এবং নড়াগাতি থানা পুলিশ ১ মাদক ব্যাবসায়ীসহ ৭ জনকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।