নড়াইলে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন

9
18

স্টাফ রিপোর্টার

নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নড়াইল দলিল লেখক বহুমুখি সমবায় সমিতির আয়োজনে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমিতির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, কাজী জহিরুল হক, নারীনেত্রী আঞ্জুমান আরা বেগম, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, সমিতির সাবেক সভাপতি শহিদুল ইসলাম মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক আরমান খান প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন যাবৎ নড়াইল সদর সাব-রেজিস্ট্রার না থাকায় জমি ক্রয়-বিক্রয় বন্ধ রয়েছে এতে সরকার মোটা অংকের রাজস্ব হরাচ্ছে। অবিলম্বে স্থায়ী স্বাব-রেজিস্ট্রার নিয়োগের দাবি জানান বক্তরা। এসময় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।