ডেস্ক রিপোর্ট
আফগানিস্তানের কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বুধবার একটি গাড়িবোমা বিস্ফোরিত হওয়ার পর সেখানে বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রনালয়ের নাজিব দানিশ, অন্যদিকে পুলিশ জানিয়েছে ৩-৫ জন নিহত হয়েছে।
মন্ত্রণালয় চত্বরের আশেপাশে দুটো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জঙ্গিরাই এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেছেন, মন্ত্রণালয়ের প্রবেশপথের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে। এরপর হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধ হয়।
কাবুলে এ বছর দফায় দফায় জঙ্গি হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে। হামলা ঠেকাতে কাবুলের ভেতরে-বাইরে সাম্প্রতিক দিনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে আরো তল্লাশিকেন্দ্র। জোরদার করা হয়েছে টহল।
আগামী কয়েক সপ্তাহে সরকারি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোতে তালেবান জঙ্গিরা আরো ভয়াবহ হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে সরকার।
Pic: AP