ডেস্ক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করেছেন। শনিবার সকালে বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান।
সমাধির পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সূরা ফাতেহা পাঠ করেন। জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতেও অংশ নেন। মোনাজাতে দেশ-জাতি এবং ’৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের জন্যও দোয়া করা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রী এখানে জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। তিনি জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশু ও কর্মকর্তা এবং শেখ জামাল যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারিদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেন।