হেডিংলিতে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো ইংল্যান্ড

13
9

ডেস্ক রিপোর্ট

হেডিংলি টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ৫৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৮৯ রানে পিছিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৩৪ রানেই। ফলে ২ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো।

এর আগে, ২য় টেস্টে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৭৪ রানেই অল আউট হইয়ে যায়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করে শাহদাব খান। স্বাগতিকদের পক্ষে ব্রড, এন্ডারসন এবং ওকস ৩টি করে উইকেট নেন।

জবাবে, ইংল্যান্ড ব্যাট করতে নেমে বাটলারের অপরাজিত ৮০ রানের উপর ভর করে ৩৬৩ রান করে। ফলে ১ম ইনিংসেই ১৮৯ রানের লিড পায় স্বাগতিকরা।

২য় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দূর্দান্ত বোলিং-এ মাত্র ১৩৪ রানে অল আউট হলে ইনিংস পরাজয়ের স্বাদ পায় পাকিস্তান। ফলে সিরিজ ড্র-এ শেষ হয়। এর আগে লর্ডসে ১ম টেস্টে ইংল্যন্ডের বিপক্ষে ৯ উইকেটে জয় পায় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ১৭৪/১০ (শাহদাব ৫৬; ব্রড ৩৮/৩, এন্ডারসন ৪৩/৩)

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৬৩/১০ (বাটলার ৮০*, বেস ৪৯; আমির ২/৭২, আব্বাস ২/৭৮, হাসান ২/৮২, ফাহিম ৩/৬০)।

পাকিস্তান ২য় ইনিংস: ১৩৪/১০ (ইমাম ৩৪, সালাউদ্দিন ৩৩; অ্যান্ডারসন ৩৫/২, ব্রড ২৮/৩, বেস ৩৩/৩)।

ফল: ইংল্যান্ড ইনিংস ও ৫৫ রানে জয়ী

সিরিজ: দুই ম্যাচ সিরিজ ১-১ ড্র

ম্যাচ সেরা: জস বাটলার

সিরিজ সেরা: মোহাম্মদ আব্বাস

Pic: REUTERS