নড়াইলে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে প্রশিক্ষণের উদ্বোধন

9
17

স্টাফ রিপোর্টার

নড়াইলে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ৫০দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।

জেলা সমাজসেবার উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু সাইদ, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষনার্থীগন, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষনে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর মোট ৫০ জনের মধ্যে ২৫ জন মহিলাকে সেলাই ও ২৫ জনকে পুরুষকে চামড়ার জুতা তৈরীর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।