নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

2088
17

স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে নড়াইলে শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের আয়োজনে শোভাযাত্রাটি নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নিলয় রায় বাধন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান রোজসহ জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।