লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ১৫২ শরণার্থী উদ্ধার

413
10

ডেস্ক রিপোর্ট

লিবিয়ার পশ্চিম উপকূলে দুটি রবারের নৌকা থেকে ১৫০ জনের বেশি অবৈধ অভিবাসী উদ্ধার করেছে দেশটির নৌবাহিনীর সদস্যরা। নৌবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছে। মুখপাত্র আয়ুব কাশেম জানান, ‘কোস্টগার্ডের একটি টহল জাহাজ রাবার বোট থেকে ১৫২ শরণার্থীকে উদ্ধার করেছে। নৌকাটি প্রায় ডুবে যাচ্ছিল। এরা সকলেই আফ্রিকার নাগরিক।’

তিনি আরো জানান, ‘প্রথম নৌকাটি রাজধানী ত্রিপোলীর পশ্চিমে অবস্থিত নগরী জুয়ারার উপকূলের ২০ মাইল দূর থেকে উদ্ধার করা হয়। দ্বিতীয় নৌকাটি ত্রিপোলীর পূর্বে গারাবুলি নগরীর ২০ মাইল দূর থেকে উদ্ধার করা হয়। দ্বিতীয় নৌকাটি প্রায় ডুবে যাচ্ছিল। লিবিয়ার একটি তেলবাহী জাহাজের সহায়তায় এটি রক্ষা পায়। পরে কোস্টগার্ডের জাহাজ আসে’।