ডেস্ক রিপোর্ট
তিউনিসিয়াকে উড়িয়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার পথে অনেকটাই এগিয়ে গেলো বেলজিয়াম। জোড়া গোল করলেন এদেন আজার ও রোমেলু লুকাকু। মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে ৫-২ গোলে জিতেছে বেলজিয়াম।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। অন্যদিকে টানা দুই ম্যাচ হারল তিউনিশিয়া। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছিল দলটি।
ম্যাচের সপ্তম মিনিটে আজারের সফল স্পট কিকে এগিয়ে যায় বেলজিয়াম। ডি-বক্সের মধ্যে চেলসির এই ফরোয়ার্ডকেই ফাউল করেছিলেন সিয়াম বেন ইউসুফ। ষোড়শ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয়। ড্রিস মের্টেন্সের দারুণ পাস থেকে পাওয়া বল কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রোমেলু লুকাকু।
দুই মিনিট পর ব্যবধান কমায় তিউনিশিয়া। ওয়াহবি খাজরির ফ্রি-কিকে নিখুঁত হেডে গোলরক্ষককে পরাস্ত করেন দাইলান ব্রন। প্রথমার্ধের যোগ করা সময়ে কেভিন ব্রুইনের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়ে সহজেই ব্যবধান আরও বাড়িয়ে নেন লুকাকু। রাশিয়া বিশ্বকাপে ক্রিস্তিয়ানো রোনালদোর মতো বেলজিয়ামের এই ফরোয়ার্ডেরও গোল হলো ৪টি।
৫১তম মিনিটে আজারের দুর্দান্ত গোলে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় বেলজিয়াম। উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের আলতো টোকায় এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে দেন চেলসির এই ফরোয়ার্ড।
ম্যাচের শেষ দিকে একটি করে গোল পায় দুই দলই। ৯০তম মিনিটে ইউরি টেলমানসের উঁচু করে বাড়ানো বল লক্ষ্যে পৌঁছে দিয়ে আগের তিনটি সুযোগ নষ্টের ক্ষতে কিছুটা প্রলেপ দেন বাতসুয়াই। যোগ করা সময়ে তিউনিশিয়াকে ব্যবধান কমানো গোল এনে দেন ওয়াহবি।