ডেস্ক রিপোর্ট
রোমাঞ্চভরা ম্যাচে নাটকীয় পরাজয় আর্জেন্টিনার। কাজানে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এমবাপে-পগবা-গ্রিজমানদের কাছে আত্মসমপর্ণ মেসি-ডি’মারিয়াদের৷ আর্জেন্টিনাকে ৪-৩ হারিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স৷
রাশিয়া বিশ্বকাপের প্রথম নক-আউটে হাড্ডাহাড্ডি লড়াই৷ দ্রুত গতির ফরাসি ফুটবলারদের বিরুদ্ধে ম্যাচের শুরুতে কিছুটা ব্যাকফুটে ছিল আর্জেন্তিনা৷ প্রথর্মার্ধে ডি’ মারিয়ার গোল ছাড়া বিশেষ সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা৷ প্রথমার্ধের ফ্রান্সের গোলে মাত্র দু’বার বল রাখতে পেরেছিল আর্জেন্তিনা৷ যার মধ্যে একটি ডি’ মারিয়ার দুরন্ত শটে গোল৷
এরআগে, ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন সেই গ্রিজমানই৷ প্রতি আক্রমণে মাঝ মাঠে বল পেয়ে দারুণ গতিতে এগিয়ে যাওয়া কিলিয়ান এমবাপেকে ফেলে দিয়ে ফাউল করে হলুদ কার্ড দেখেন মার্কাসো রোজো৷ স্পট-কিকের নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি গ্রিজমান৷
খেলার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রোমাঞ্চকর হয় ওঠে ফরাসি-আর্জেন্তাইন ফুটবলারদের লড়াই৷ ম্যাচের ৪৮ মিনিটে মেসির দুরন্ত শট পায়ে ঠেকিয়ে আর্জেন্তিনাকে ২-১ এগিয়ে দেন মাকার্ডো৷ কিন্তু এই গোলই যেন ফরাসিদের আক্রমনাত্তক করে তোলে বেশি৷
৫৭ মিনিটে বেঞ্জামিন পাভার্দের দুরন্ত গোলে ম্যাচে সমতা (২-২) ফেরায় ফ্রান্স৷ এর পর থেকেই আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে ছেলে খেলা করেন এমবাপে, পগবারা৷ মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ১৯৯৮ এর চ্যাম্পিয়নদের ৪-২ এগিয়ে দেন এমবাপে৷ ম্যাচের অতিরিক্ত সময়ে মেসির দুরন্ত পাশ থেকে ব্যাবধান কমালেও (৩-৪) বিশ্বকাপ থেকে বিদায় নিল গতবারের ফাইনালিস্টরা৷
Pic: AFP