ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়া, প্রতিপক্ষ ফ্রান্স

4293
89

স্পোর্টস ডেস্ক

রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা ২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মত ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। ২১তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে মডরিচের দল।

শুরুতেই কিরান ট্রিপিয়ারের ফ্রি-কিকে ক্রয়োয়েশিয়ার জালে গোল করে এগিয়ে থাকে আক্রমনাত্নক ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ক্রোয়াটদের একের পর এক আক্রমণে ভেঙে যেতে থাকে ইংলিশ ডিফেন্স। ৬৮ মিনিটে শিমে ভারসালকোর ক্রসে গোল করে খেলা সমতায় আনেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ। এদিকে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৯ মিনিটের সময় গোল করে ক্রোয়েশিয়াকে প্রথমবারের মত বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ঠাই দেন স্ট্রাইকার মাঞ্জুকিচ। রোববার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে দালিক জালাক্তোর দল।