নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

7
7

স্টাফ রিপোর্টার

“পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বুধবার (১১ জুলাই) দিবসটি পালন উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সকালে প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সরকারি কর্মকর্তা-কর্মচারি, এনজিও প্রতিনিধি, পরিবার পরিকল্পনা মাঠ-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ উপস্থিত ছিলেন।