ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী 

5
12

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার:) আনিসুর রহমানের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে রাবেয়া খাতুন (১২) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী।

রাবেয়া খাষকাউলিয়া ইউনিয়নের মধ্যজোতপাড়া গ্রামের প্রবাসী শহর আলীর মেয়ে ও খাষকাউলিয়া খারিজিয়া মদরসার শিক্ষার্থী। বুধবার সন্ধ্যার দিকে একই গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে থানার ওসি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ধীতপুর চরের কৌরোট গ্রামের আব্দুল বারেক বেপারীর প্রবাসী ছেলে দেলবার আলীর (২৮) সঙ্গে রাবেয়ার বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে ইউএনও ও পুলিশ ঘটনাস্থলে পৌছে কনের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।