স্টাফ রিপোর্টার
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও নড়াইল সদর থানা পুলিশের একটি টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আলাদা আলাদাভাবে মোট ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার (১৪ জুলাই) গভীর রাতে এ সকল অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার এএসআই মনির, আনিছ, রেজাউল ও ইলিয়াস অভিযান চালিয়ে নড়াইলের সদর উপজেলাধীন বাগডাঙ্গা এলাকা থেকে উজ্জ্বল সরদার (২৮) নামে এক ব্যক্তিকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত উজ্জ্বল ওই এলাকার বাসিন্দা। অপরদিকে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে নড়াইলের চন্ডিবরপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রমেশ বিশ্বাস (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃত রমেশ ওই এলাকার সনাতন বিশ্বাসের ছেলে এবং ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অপর এক অভিযানে নড়াইলের সিংগিয়া বাজার থেকে ৫০ পিচ ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলো নড়াইলের কোমখালী এলাকার জাহিদুর রহমান (২৬) ও মাগুরা জেলার পুলুম এলাকার ফুলমিয়া (৪৮)। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণার পরও যারা এ ব্যবসায়ের সাথে জড়িত তাদেরকে খুব কঠোর হস্তে দমন করা হবে। নড়াইল জেলা পুলিশের বিশেষ অভিযানের সফলতার কারণে জেলা থেকে প্রায় প্রতিদিনই মাদকসহ মাদকসেবী ও ব্যবসায়ীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে। সেই সাথে মাদকব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য নড়াইলবাসীর সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।