স্টাফ রিপোর্টার
নড়াইলে সবজি ক্ষেতে ভেন্ডি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। শহরের ভওয়াখালী গ্রামের ফিরোজা বেগম অভিযোগ করে বলেন নলদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমার মেয়ে লাভলী ইয়াছমিন পারিবারিক কলহের কারণে (আমার মেয়ে লাভলী ও পলির কাছ থেখে লিজ নেওয়া) বাশঁভিটা মৌজার ১৬ শতক জমিতে সবজি ক্ষেতের ভেন্ডি গাছ কেটে ৮০ হাজার টাকার ক্ষতি করেছে।
তিনি আরো বলেন এই জমি আমি আমার দুই মেয়ে পলি ও লাভলি কে ২০১৪ সালের সেপ্টেমবরে কিনে দিয়েছিলাম। আমার হার্টের সমস্যা তাই আমি নিজে জন (কৃষক) নিয়ে সবজি ক্ষেতের চাষ করেছি। তাতে আমার শরীর সুস্থ আছে।
সরেজমিনে যেয়ে জমিতে ভেন্ডি গাছ কাটা দেখতে পেয়ে জমির পশ্চিম পাশে বসবাসকরী বাশঁভিটা গ্রামের সূধীর ভৌমিকের কাছে জানতে চাইলে ভেন্ডি গাছ কাটার কথা স্বীকার করে বলেন গতকাল বিকালে লাভলি গাছ কেটেছে আর বলেছে আমার মায়ের মাথা খারাপ হয়ে গেছে আপনারা মাকে জমিতে আসতে দিবেন না।
সবজি ক্ষেতের ভেন্ডি গাছ কাটার বিষয় স্বীকার করে লাভলি ইয়াছমিন বলেন, আর এই জমি আমরা ক্রয় করেছি। সবজি ক্ষেতে তেমন লাভ হচ্ছেনা তাই জমি পরিস্কার করে অন্য গাছ লাগোবো। তাছাড়া আমার মায়ের বয়স ৭০ বছর উনি কেন সবজির চাষ করতে বিলে যাবেন এবং সবজি বিক্রি করতে দোকানে দোকানে ধন্না দিবেন। আপনারা জানেন আমার মা-বাবা ও ভাইয়েরা মিলে আমার বসবাস করার ঘর ভেঙ্গে দিয়েছিল সে জন্য আমি সংবাদ সম্মেলন করেছিলাম।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন, কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।