নড়াইলের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

1114
88

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার ঐতিহ্যবাহী গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (তদন্ত) কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর দেবাশিস চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, দুদকের পরিচালক (প্রতিরোধ) মোঃ মনিরুজ্জামান, কমিশনারের একান্ত সচিব সৈয়দ রবিউল ইসলাস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রানী পাঠক, জেলা শিক্ষা কর্মকর্তা এ,এস,এম আব্দুল খালেক। অনুষ্ঠানে জেলা সহকারী শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, শিক্ষক নেতা এস এম হায়াতুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ, কবি এস,এম হুসাইন বিল্লাহ, অভিভাবক সুকুমার বিশ্বাস, সংবর্ধিত মেধাবী শিক্ষার্থী অয়ন্তিকা বিশ্বাস, রাজ ঘোষাল সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে গোবরা পার্ব্বতী বিদ্যালয় হতে ২০১৮ সালে এস এসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৫ জন এবং ২০১৭ সালে জেএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, স্কুল ব্যাগ, বই, কলম, স্কেল, জ্যামিতি বক্স ও মগ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।