স্টাফ রিপোর্টার
নড়াইলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৮ পালিত হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও জেলা বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক পরিচালিত বর্তমান সরকারের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বধায়ক মোঃ জমিউদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা- কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,ছাত্র-ছাত্রী, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যণয়ে সেবাপ্রদান কারী জেলার নির্বাচন অফিস, পাসপোর্ট অফিস, সমাজসেবা কার্যালয়, জেলা শিক্ষা অফিস, পরিবার পরিকল্পনা বিভাগ, বিআরডিবিসহ বিভিন্ন দপ্তরের ১০ স্টল খোলা হয়।