নড়াইলে ফলদ বৃক্ষমেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

16
10

স্টাফ রিপোর্টার

নড়াইলে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে তিন দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা-২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন নড়াইলের সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন (নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম সরকারি কাজে নড়াইলের বাইরে অবস্থান করার কারণে)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ।

এসময় একটি র‌্যালি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নড়াইল পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি স্টল বসেছে এবং এখানেই আলোনা সভার কার্যক্রম পরিচালিত হয়। আলোচনা সভায় অন্যান্যের সাথে নড়াইলের সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নিজেদের প্রয়োজনে একটি বৃক্ষ কর্তন করলে কমপক্ষে তিনটি বৃক্ষের চারা রোপন করা উচিৎ। তিনি তিন দিনব্যাপি এ ফলদ বৃক্ষমেলা-২০১৮ এর উত্তোরত্তর সাফল্যও কামনা করেন।