বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

20
11

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণকে স্মরণীয় করে রাখা উপলক্ষে ডাক বিভাগ প্রকাশিত ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন। প্রধানমন্ত্রী এ উপলক্ষে ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড এবং একটি খামও অবমুক্ত করেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ উদযাপন উপলক্ষে আজ নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডাকটিকেট, খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেন। এ সময় তিনি দু’টি গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করেন।

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার, মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।