প্রণব মুখার্জীর স্ত্রী নড়াইলের মেয়ে প্রয়াত শুভ্রা মুখার্জীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

3
31

স্টাফ রিপোর্টার

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী নড়াইলের মেয়ে প্রয়াত শুভ্রা মুখার্জীর তৃতীয় মৃত্যুবার্ষিকী নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। শনিবার (১৮ আগষ্ট) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল নাম সংকীর্তন, গীতা পাঠ, গীতা দান, অন্নদান, বস্ত্রদান ও শুভ্রা মুখার্জীর জীবনী নিয়ে আলোচনা সভা।

শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের আয়োজনে মামা বাড়ি তুলারামপুর গ্রামে গোপাল মন্দির ও কালি মন্দির চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শুভ্রা মুখার্জী ফাউন্ডেশন ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনায় নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিক, নড়াইল জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ গোলাম নবী, ফাউন্ডেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।