স্টাফ রিপোর্টার
নড়াইলের শাহাবাদ ইউনিয়নের সদানন্দকাঠি সার্বজনীন দুর্গা মন্দিরের বিশ্রামাগার ও দোকানঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে সদরের সদানন্দকাঠি মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সদানন্দকাঠি মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন রায়, সম্পাদক নির্মল রায়, কাজল সাহা, গোবিন্দ রায় প্রমুখ।
বক্তারা বলেন, মন্দিরের পাশে হিন্দু ধর্মাবলম্বীদের সুবিধার্থে বিশ্রামাগার ও দোকানঘর নির্মাণ করা হয়। গোবিন্দ রায় তার ব্যাক্তিগত জমিতে ঘর নির্মানের পরেও শাহাবাদ ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মহিদুল ইসলাম জোমাদ্দার গতকাল রোববার (১৯ আগস্ট) বিকেলে তার লোকজন নিয়ে ঘরটি ভেঙ্গে ফেলেন। ঘরটি ভেঙ্গে ফেলায় আর্থিকভাবে ক্ষতির পাশাপাশি হিন্দু ধর্মাবলাম্বীদের বিশ্রামাগার ধ্বংস করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বিশ্রামাগার পুনঃনির্মাণের দাবি করেন। এ দিকে শাহাবাদ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মহিদুল ইসলাম জামাদ্দার দাবি করে বলেন, সরকারি জমিতে ঘর নির্মাণ করায় তা ভেঙ্গে ফেলা হয়েছে।